সখীপুরে উপজেলা প্রশাসনের আনারকলি খেলার মাঠ অবৈধ দখলমুক্ত

সখীপুরে উপজেলা প্রশাসনের আনারকলি খেলার মাঠ অবৈধ দখলমুক্ত

খেলা ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনারকলি খেলার মাঠ অবৈধ দখল হতে মুক্ত করা হয়েছে। খেলার মাঠ দখল মুক্ত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবারে অবৈধভাবে জবরদখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ।

 

জানা যায়, আনারকলি মাঠ দখল করে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে ৫ মাস আগে ক্ষুদ্র কুটিরশিল্প নামে একটি মেলা পরিচালিত হয়। এতে ওই এলাকার একমাত্র খেলার মাঠটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন খেলার মাঠটি বন্ধ থাকায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বারবার চেষ্টা করেও দখলমুক্ত করতে ব্যর্থ হয়।

 

পরে গত ১৫ জুলাই খেলার মাঠ রক্ষায় সখীপুর-কালিদাস সড়কের পৌর এলাকার আনারকলি মাঠের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি করে আনারকলি যুব সংঘ ও এলাকাবাসী। এছাড়াও খেলার মাঠ অবৈধভাবে জবরদখল হতে উদ্ধার চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করে স্থানীয়রা। অবশেষে দীর্ঘ সাড়ে ৫ মাস পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় খেলার মাঠটি অবৈধ দখল মুক্ত করা হয়।

 

আনারকলি যুব সংঘের সভাপতি রাসেল মিয়া জানান, খেলার মাঠ জবরদখল মুক্ত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এই এলাকার এটি একমাত্র খেলার মাঠ। মাঠটি দখল হবার কারনে অনেকদিন খেলাধুলা বঞ্চিত ছিলো এ এলাকার খেলাপ্রেমিরা। আমরা অনেক চেষ্টা করে সেটি দখল মুক্ত করতে পারিনি। জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ তারা খেলার মাঠটি দখল মুক্ত করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন আনারকলি মাঠ দখল মুক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *