আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের নতুন কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত

আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের নতুন কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের ২০২৩-২০২৫ মেয়াদের নতুন কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ জুলাই শুক্রবার সকালে শহরের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে গত মেয়াদের আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের চেয়ারম্যান ও ঢাকা কেন্দ্রের নবনির্বাচিত কাউন্সিল সদস্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ, সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম।

 

উক্ত অনুষ্ঠানে আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের ২০২৩-২০২৫ মেয়াদের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোঃ আহসান হাবীব তারেক, ভাইস চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী খন্দকার সাঈদ আল খালিদ সোপান এবং সেক্রেটারি হিসেবে প্রকৌশলী সাধন চন্দ্র ধর দায়িত্বভার গ্রহন করেন।

 

অনুষ্ঠানে টাঙ্গাইলের পিডিবি, জিটিসিএল, পিডব্লিওডি, এলজিইডি, রোড এন্ড হাইওয়ে, ওয়াটার বোর্ড, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ব্যাবসায়িক প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রফেসর ড. মোঃ আহসান হাবীব তারেক চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *