গোপালপুর ব্রয়লার মুরগির পঁচা মাংস বিক্রি করায় যুবক আটক: জরিমানা

গোপালপুর ব্রয়লার মুরগির পঁচা মাংস বিক্রি করায় যুবক আটক: জরিমানা

অপরাধ গোপালপুর ফিচার স্বাস্থ্য

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে ফেরি করে ব্রয়লার মুরগির পঁচা মাংস বিক্রি করা বাবু মিয়া (২৪) নামে এক অসাধু ব্যবসায়ীকে উৎসুক জনতা তাকে হাতেনাতে আটক করে। এ খবরে তাকে ৫’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বাবু মিয়া কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

 

মঙ্গলবার, ২৫ জুলাই দুপুরে গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত প্রমুখ।

 

জানা যায়, মুরগির পা, কলিজা ও গিলা ফ্রিজে সংরক্ষণে রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এসব পঁচা মাংস বিক্রি করে আসছিল সে। মঙ্গলবার দুপুরে ডুবাইল এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সে মাংস বিক্রি করতে আসে। পরে প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫’শ টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা জানান, মঙ্গলবার দুপু্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫’শ টাকা জরিমানা ও জব্দকৃত ৩০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *