বঙ্গবন্ধু-রেলসেতুর-পিলারে-ধাক্কা

বঙ্গবন্ধু রেল‌সেতু‌র পিলারে ধাক্কা দিয়ে ডুবে গেল বাল্কহেড

ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল‌সেতু‌তে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লে‌গেছে। এতে বাল্কহেডটি ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে যমুনা নদী‌তে ত‌লি‌য়ে গেছে। পরে বাল্কহেডে থাকা ৬ জন সাঁত‌রি‌য়ে পা‌ড়ে উঠে জীবন বাঁচি‌য়ে‌ছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।

 

রবিবার, ১৬ জুলাই সকা‌লে সিরাজগঞ্জ থে‌কে টাঙ্গাইলের দি‌কে বালুবাহী এক‌টি বাল্কহেড যা‌চ্ছিল। এসময় বল‌গেটটি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর ৬ নম্বর পিলা‌রের সঙ্গে ধাক্কা লা‌গে।

 

বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপু‌লিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল জানান, সকা‌লের দি‌কে এক‌টি বল‌গেট বালু নি‌য়ে যাওয়ার সময় স্রো‌তের কার‌ণে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রেল সেতুর ৬ নম্বর পিলা‌রের সঙ্গে ধাক্কা লা‌গে। বাল্কহেডটি ধাক্কা লাগার পর ৭ নম্বর পিলা‌রের কা‌ছে গি‌য়ে ডু‌বে যায়। এসময় বাল্কহেডে থাকা ৬ জন সাঁত‌রিয়ে পা‌ড়ে উঠে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *