hiro-alom

‘নতুন বাংলাদেশ’র চেয়ারম্যান গ্রেফতার, হিরো আলমকে দলের ‘ প্রধান সদস্য’ দাবি

জাতীয় ফিচার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: চার মামলার পরোয়ানাভুক্ত আসামি আকবর হোসেন ফাইটনকে (৫০) কে একযুগ ধরে পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফাইটন নিজেকে ‘নতুন বাংলাদেশ’ দলের চেয়ারম্যান এবং কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ‘প্রধান সদস্য’ দাবি করেছেন। ভূঞাপুর থানা পুলিশ সোমবার, ৩ জুলাই দুপুরে আকবর হোসেন ফাইটনকে টাঙ্গাইল আদালতে পাঠায় ।

 

এর আগে রবিবার (২ জুলাই) রাতে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আহমেদের নেতৃত্বে এক দল পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে। আকবর হোসেন ফাইটন ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকার আশরাফ হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, প্রতারণার একটি মামলায় সাজা ও আরও তিনটি মামলায় পরোয়ানা জারি হওয়ার পর আকবর হোসেন প্রায় ১২ বছর আগে আত্মগোপনে যান। এতদিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, গত তিনমাস ধরে আমরা তার অবস্থান জানার চেষ্টা চালিয়ে যাই। এরই ধারাবাহিকতায় তার নাম-ঠিকানা দিয়ে নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়।

 

এরপর ভোটার আইডি কার্ড থেকে একটি মোবাইল নম্বর বের করা হয়। তিনি ওই পরিচয়পত্র দিয়ে একটি সিমকার্ড নিয়েছিলেন। পরে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে নারায়ণগঞ্জে অভিযান চালানো হয়। তবে ওই নম্বরটি নারায়ণগঞ্জের একজন নারী ব্যবহার করেন। ওই নারীর অধীনে ফাইটন ম্যানেজারের চাকরি করতেন। পরে তার ব্যবহৃত সিমকার্ডটি রেখে কর্মচারীদের কয়েক মাসের বেতন নিয়ে পালিয়ে যান ফাইটন। ওই নারীর সহায়তায় ফাঁদ তৈরি করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

এসআই ফরিদ আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফাইটন স্বীকার করেছেন তিনি ‘নতুন বাংলাদেশ’ নামে একটি দল গঠন করেছেন। বর্তমানে বিষয়টি উচ্চ আদালতে রিট পিটিশনে রয়েছে। সারাদেশেই তার দলের কমিটি রয়েছে। হিরো আলম তার দলের প্রধান সদস্য। সামনের জাতীয় নির্বাচনে হিরো আলম তার নতুন বাংলাদেশ দল থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছে।

এছাড়া, নতুন বাংলাদেশ দলের প্রধান সদস্য হওয়ার বিষয়টি অস্বীকার করে হিরো আলম বলেন, আকবর হোসেন ফাইটনকে ব্যক্তিগতভাবে চেনেন তিনি। ওই ব্যক্তি তার অফিসে কয়েকবার গেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নতুন বাংলাদেশ’ দল থেকে নির্বাচন করা প্রসঙ্গে হিরো আলম বলেন, তিনি কোনো দলের সদস্য নন। এখন পর্যন্ত সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *