কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ -কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ফিচার মধুপুর

মধুপুর প্রতিনিধি: কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বানিয়ে ছিলাম। যে দেশে সকল সম্প্রদায়ের মানুষ হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধ সকলে সমান অধিকার ভোগ করবে। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুন্ন থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক দল। কেউ যদি কাউকে আঘাত করতে আসেন , জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমি হিন্দু ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

২০ জুন মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মধুপুরের নিত্যানন্দ সেবা আশ্রম পরিদর্শন করেন । মধুপুরের রথযাত্রায় হিন্দু সম্প্রদায়েরা লোকেরা তাদের নানা বয়সের মানুষ অংশগ্রহণ করে। রথযাত্রা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার সেবা আশ্রম থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। তারা আষাঢ়ের শুরুতে দ্বিতীয়য়া তিথিতে প্রতিবছরের ন্যায় এবারও রথযাত্রা করে।

রথযাত্রা চলাকালে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর মান্নান প্রমুখ।

পরে কৃষিমন্ত্রী মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কাজ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *