মধুপুরের তিন বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব

আইন আদালত মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় বন রক্ষীদের কাছ থেকে কাঠ বোঝাই গাড়ি ও রাইফেলের চার রাউন্ড গুলি ছিনতাইয়ের ঘটনায় তিন বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

সোমবার ভোরে কালিহাতীর এলেঙ্গা ও গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের র‌্যাব-১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা কুরবান আলীর ছেলে শাহাদৎ আলী (৩৫), একই গ্রামের ছোরহাব ভূইয়ার ছেলে মালেক (৪২) ও আব্দুল কদ্দুছের ছেলে সাইদুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গত ২৫ জানুয়ারি গভীর রাতে মধুপুর বনাঞ্চলের অরণখোলা এলাকায় বন থেকে গজারী গাছ কেটে পাচার করছে বলে গোপন তথ্য পান দোখলা রেঞ্জের বন কর্মকর্তা হামিদুর ইসলাম। এরপর বন রক্ষীদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌছে বাঁধা দিলে ২৫ থেকে ৩০ জন বনদস্যু তাদেরকে বেদম মারপিট করে। এ সময় বন কর্মকর্তার কাছে থাকা সরকারি চায়না রাইফেল ভেঙে চার রাউন্ড গুলিসহ আটককৃত অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বনদস্যুরা। ওই রাতেই বনদস্যুরা ৬০ থেকে ৭০টি গজারী গাছের ক্ষতিসাধন করে। এ ঘটনায় মধুপুর থানায় একটি মামলা করা হয়। পরে সোমবার ভোরে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে এজাহারভূক্ত তিন আসামীকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, বন কর্মকর্তা ও তার সঙ্গীয়দের ওপর হামলা ও রাইফেলের গুলি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গুলি উদ্ধার ও বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *