MBSTU-news

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ মাসুদার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ থেকে অন্য বিজয়ী প্রার্থীরা হলেন কোষাধ্যক্ষ পদে ড. মোঃ খাইরুল ইসলাম , যুগ্ম সম্পাদক পদে ড. অনিমেষ সরকার, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ জসীম উদ্দিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. মোঃ জয়নুল আবেদীন, নির্বাহী সদস্য পদে বিজিই বিভাগের সহকারি অধ্যাপক প্রতুল দ্বীপ্ত সমাদ্দার, এফটিএনএস বিভাগের অধ্যাপক ড. লুৎফুননেছা বারি, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে ড. মোঃ আহসান হাবিব, নির্বাহী সদস্য পদে ড. মুহাম্মদ উমর ফারুক, ড. মোঃ ফজলুল করিম, ড. মোঃ আজিজুল হক নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৩ -এর জন্য গঠিত নির্বাচন কমিশনের কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকায় উল্লেখিত মনোনয়নপত্র জমাদানকারীগণ সকলেই নিজ নিজ পদে একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় উল্লেখিত পদসমূহের বিপরীতে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উম্মে হাবিবা ও খান মোঃ মূর্তজা রেজা লিংকন।

উল্লেখ, নবনর্বাচিত সভাপতি অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ- ২০২২ এর সভাপতি ছিলেন, অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাসুদার রহমান শিক্ষক সমিতিতে একবার কোষাধ্যক্ষ ও ধারাবাহিকভাবে এবারসহ ৩ বার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *