নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে স্মার্ট কর্ণারের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের মেইন রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
উদ্বোধনকালে দলীয় কার্যালয়ে কবির বিন আনোয়ার বলেন, বঙ্গবন্ধুর কন্যা ডাক দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে। প্রধান অতিথি আরো জানান, প্রথম পর্যায়ে দেশের প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণার নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে উপজেলা পর্যায়ের এ কার্যক্রম চালু করা হবে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসানসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যারে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।