ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে বিনা উদ্ভাসিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন তীলের জাত বিনাতিল-২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র জামালপুরের আয়োজনে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে ভূঞাপুরের বামনহাটা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জামালপুর বিনা উপকেন্দ্রের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিনার (গবেষণা) পরিচালক ড. মোঃ আব্দুল মালেক, ময়মনসিংহ বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীর, অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান প্রমুখ।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, আশরাফুন্নেছা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, সাংবাদিক কোরবান আলী তালুকদারসহ ১২০জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিনা উপকেন্দ্রের এসও শামীম আকরাম।