গোপালপুরের সাংবাদিক সেলিম হোসেন পেলেন সম্মাননা স্মারক

গোপালপুরের সাংবাদিক সেলিম হোসেন পেলেন সম্মাননা স্মারক

গোপালপুর ফিচার

গোপালপুর প্রতিনিধি: সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার গোপালপুর প্রতিনিধি ও গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন। ভোরের বাংলাদেশ.কম এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) হল রুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভোরের বাংলাদেশ ডট কম-এর সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক খাদ্য মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের সভাপতি মনির আহমেদ মনা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ, গোপালপুর পৌর মেয়র মোঃ রকিবুল হক ছানা ও ভোরের বাংলাদেশ ডট কম এর নির্বাহী সম্পাদক মো. সেলিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যাদের সম্মাননা স্মারক পেয়েছেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের সভাপতি মনির আহমেদ মনা, গোপালপুর পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, জনসংযোগ সেল বিজনেস প্রোমোশন পূবালী ব্যাংক লিঃ এর কাজী ইমতিয়াজ উদ্দিন আহমেদ, গ্রীন লাইন পরিবহনের জি এম মো. আব্দুস সাত্তার, জি টিভির স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, মাই টিভির সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার শাহরিয়ার আরিফ।

উল্লেখ্য, সাংবাদিক সেলিম হোসেন একই স্থানে গতবছর ভোরের বাংলাদেশ ডট কম এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিলে তিনি প্রথম সম্মাননা স্মারক পেয়েছিলেন। তিনি উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম গ্রামের পিতা মোঃ শাহ্জাহান আলি, মাতা- মোছাঃ শিরিনা বেগম-এর সন্তান। তিনি ছোট বেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ছড়া-কবিতা, ছোট গল্প লিখতেন। টাঙ্গাইল থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘দৈনিক মজলুমের কণ্ঠ’ পত্রিকায় গোপালপুর উপজেলা প্রতিনিধি ও ভোরের বাংলাদেশ ডট কম-এর নির্বাহী সম্পাদক এবং নবগ্রাম কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে বর্তমানে কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *