মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন ৩ দেশের রাষ্ট্রদূত

মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন ৩ দেশের রাষ্ট্রদূত

জাতীয় ফিচার মির্জাপুর স্বাস্থ্য

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রমসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিন দেশের রাষ্ট্রদূত।

শনিবার (৩ জুন) সকালে বাংলাদেশে নিযুক্ত সুইডেন, নেদারল্যান্ডস ও ব্রিটিশ হাইকমিশনার সড়কপথে কুমুদিনী কমপ্লেক্সে আসেন। কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে তারা হাসপাতালের সেবা কার্যক্রম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, ভারতেশ্বরী হোমস ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।

তারা হলেন- ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই অ্যালেক্স বার্গ ভন লিন্ডে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল।

সকাল ১০টার দিতে তারা কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে সেখানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় তাদের স্বাগত জানান।

পরে তাঁরা দানবীর রণদা প্রসাদ সাহার পৈতৃক বাড়ি মির্জাপুর গ্রাম পরিদর্শন করেন। এ সময় রাজীব প্রসাদ সাহা, অধ্যাপক ডা. আব্দুল হালিম, ডা. প্রদীপ কুমার রায়, দানবীর রণদা প্রসাদ সাহার প্রপৌত্র রুদ্র প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিক উপস্থিত ছিলেন। বিকেলে রাষ্ট্রদূতেরা ঢাকার উদ্দেশে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *