আলোকিত কালিহাতীর বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

কালিহাতী পরিবেশ ফিচার

কালিহাতী প্রতিনিধি: “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোকিত কালিহাতি ও স্নোটেক্স গ্রুপ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। কালিহাতি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফল, ঔষধি ও কাঠ জাতীয় গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এই পৃথিবীকে রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা উপহার দিয়ে আসছে দেশের অন্যতম পোশাক রপ্তানি কারক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ। এ বছর সারাদেশে ১ লক্ষ গাছ লাগানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে স্নোটেক্স গ্রুপ। সেই লক্ষমাত্রার অংশ হিসেবে কালিহাতি উপজেলায় ‘আলোকিত কালিহাতি’ নামক সেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় এই বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

আলিফ স্টীল মিলস লিঃ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। আন্তর্জাতিক পরিবেশ দিবসকে সামনে রেখে আজ সকালে এলেঙ্গা পৌরসভার ফটিকজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির শুভসূচনা করেন আলোকিত কালিহাতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, স্নোটেক্স গ্রুপের এজিএম আব্দুস সালাম, কৃষকলীগ নেতা জমির উদ্দিন আমেরী, দৈনিক যুগধারা সম্পাদক সরকার হাবিব, তালেমন হযরত আলী মৎস্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।

এছাড়াও মহেলা উচ্চ বিদ্যালয়ে, কুরুয়া কবরস্থান ও মাদরাসা, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনিস্টিউটে বৃক্ষ রোপন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলোকিত কালিহাতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্নোটেক্স গ্রুপ, আরএমজি ও সাস্টেইনেবল মেনেজমেন্ট সিস্টেম বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *