কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে স্বাধীনতার ইস্তেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও স্ত্রী রাবেয়া সিরাজকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে বাঁধা দেয়া অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, স্ত্রী রাবেয়া সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
৫ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শাহজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে শীতবস্ত্র বিতরণে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাঁধা ও হুমকি দিয়েছে বলে শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানিয়েছেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, আমার বাবা শাহজাহান সিরাজ একজন বীর মুক্তিযোদ্ধা। কালিহাতীতে ৫০ বছরে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। বিকালে ঘটনাস্থলে কালিহাতী থানার পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে পাইকড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ৮ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমার বাবার মতো আমিও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমিও আপনাদের জন্য কাজ করতে চাই। এ হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।