মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার চালু

টাঙ্গাইল শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার’ উদ্বোধন করা হয়েছে। ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন এ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন কোর্স শিক্ষক হিসেবে তাঁর স্ট্যাট-১১০১ কোর্সের ইনপুট দিয়েই অটোমেশন কার্যক্রম শুরু করেন।

২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের সকল শিক্ষার্থীদের তত্ত্বীয় কোর্সের ক্লাস উপস্থিতির ১০% মার্কস ও কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টর উপর ২০% মার্কস স্ব স্ব কোর্স শিক্ষক ‘অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার’ এর মাধ্যমে ইনপুট দিতে পারবেন। উক্ত প্রক্রিয়াটি সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষার দিন সকাল ৯.২৯ টার মধ্যে সম্পন্ন করতে হবে।

ইতোপূর্বে শিক্ষার্থীদের ফরম ফিলাপ অনলাইন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুষদের সকল ডিন, বিভাগ, হল, একাডেমিক কাউন্সিল শাখা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের এ বিষয়ের উপর কর্মশালা ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ধনেশ্বর চন্দ্র সরকার, অটোমেশন অব রেজাল্ট প্রসেসিং সিস্টেম সফটওয়্যার কমিটির সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *