মুনিয়া মুক্তি
তুমিও জেগে থাকো আমার মতো
আমিও জেগে থাকি রোজ,
রাতের গভীরে ব্যস্ত শহর হয় শান্ত
অজানা রহস্যের আমি রাখি খোঁজ।
নিঃসঙ্গ চাঁদকে একটু সঙ্গ দাও
কথা বলো তাদের সাথে।
যারা রাতের পর রাত আকাশে একা থাকে।
নিঃশব্দে তাকিয়ে থাকো সন্ধ্যাতারার দিকে।
ঘুম বেঈমানি করলেও সমস্যা নেই
বই বেঈমান নয়, বই নিয়ে বসবে
ভেবো না, একাকিত্ব তেমন খারাপ না
কিছুদিন মানিয়ে নাও, পরে অভ্যাস হয়ে যাবে।