মনিয়া মুক্তি
প্রিয়, তোমাকে পেতে
আমার চাকুরীটা কি খুব জরুরী?
ভালোবাসি তোমাকে বলতে পারি না আমি
বলো প্রিয়, আমি শুনতে চাই
তোমাকে পেতে আমার চাকুরীটা কি খুব জরুরী?
তোমার বাবার চাই চাকুরী করা জামাই
কোম্পানি হলেও ভালো বেতন।
আমাদের মেয়ের তো অনেক গুন
রূপও আছে! ছেলে কি করে?
নম্র-ভদ্র, শান্ত প্রকৃতির
আমি অলস নই, পরিশ্রম করি বারবার
ভেঙে চুড়ে পরে যাই, চেষ্টা করি উঠে দাঁড়াবার।
বলো না প্রিয়, তোমাকে পেতে
আমার চাকুরীটা কি খুব জরুরী?
তোমার সুখের কথা কেউ ভাবল না
তাদের চাই চাকুরী! চাকুরী! চাকুরী!
তুমি কি চাও প্রিয়?
নিজেকে নিজেই দেই সান্তনা
আমি পারবো তাই সব চেষ্টা ব্যর্থ যখন
লোকে হেলার চোখে তাকায়।
আমি কিন্তু বেকার নই, আছে নিজস্ব কর্মস্থল
এসব কেউ দেখে না, ভাবে আমি অকর্মঠ
আমি বেকার তার জন্য কি শুধু আমিই দায়ী।
দয়া করে বলো প্রিয়,
তোমাকে পেতে
আমার চাকুরীটা কি খুব জরুরী?
আমার আদর্শ ভালবাসা প্রেমের প্রতি সম্মান
একটি চাকরি জন্য সব ধ্বংস হবে?
না কখনো না তা হতে দিবো না
যতদিন এ দেহে থাকবে প্রাণ।
আমি আসবো প্রিয়তম, আমি আসবো
চাকরি নিয়েই আসবো ততদিন থাকবে তো?
রাখবে তো আমার ভালোবাসার মান।