মাভাবিপ্রবিতে বিজিই বিভাগে দেয়ালিকা প্রদর্শণী

মাভাবিপ্রবিতে বিজিই বিভাগে দেয়ালিকা প্রদর্শণী

টাঙ্গাইল সদর শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ১ম সেমিস্টারে অধ্যায়নরত শিক্ষার্থীরা “Biosplash” শিরোনামে লাইফ সাইন্সের বিভিন্ন বিষয়ের উপর একটি দেয়ালিকা প্রদর্শন করেছে।

শিক্ষার্থীরা এতদিনে লাইফ সাইন্সের যেসব বিষয় জেনেছে এবং শিখেছে সেগুলোকে তারা সহজ ও সাবলীল ভাষায় দেয়ালিকায় ফুটিয়ে তুলেছে।

সোমবার (১৫ মে) দুপুর ১২ টায় বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. কাদেরী কিবরিয়া দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন।

ড. কে. এম. কাদেরী কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তাদের এ কাজ আমাদেরকেও অনুপ্রেরণা জোগায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনায় আরও মনোযোগী হবে। তিনি শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন তারা যেন একাডেমিক পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীল কার্যক্রমে নিজেদেরকে জড়িত রাখে।

উল্লেখ্য, মেহেদী হাসান খান সিয়ামের লেখা ‘মানব ভাইরাস কোষ’, হৃদয় মিয়ার লেখা ‘জিন পরীক্ষা নিয়ে এলো রোগের আগাম খবর’, আদিবা রহমান এ্যামীর লেখা ‘বাংলাদেশী বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার’, তাসলিমা আক্তার সুমাইয়ার লেখা, ‘জিনোমের অবিভাবক’ এবং তন্নীর লেখা ‘drug Discovery’ শিরোনামের আর্টিকেলগুলোসহ বিভিন্ন বিষয়ের বাহারি ডিজাইনে প্রায় ২০টি আর্টিকেল দেয়ালিকাটিকে পূর্ণতা দান করেছে।
দেয়ালিকার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. অনিমেষ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *