ভূঞাপুরে স্ত্রীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা স্বামীর

ভূঞাপুরে স্ত্রীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা স্বামীর

ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্ত্রীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বামী শাকিলের বিরুদ্ধে। সে উপজেলার কাগমারি পাড়া গ্রামের শফিকুল ইসলাম ভুট্টোর ছেলে শাকিল সরকার (১৮)। এ সময় শাকিলের বাড়ির লোকজনের সাথে সংর্ঘষের ঘটনায় শশুর ও শাশুড়ী ও স্ত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) উপজেলার কাগমারি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পথ অবরুদ্ধ করে স্ত্রীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

জানা গেছে, জেলার ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের শরিফুজ্জামানের মেয়ে লামিয়ার সাথে ভূঞাপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের শফিকুল ইসলাম ভুট্টোর ছেলে শাকিল সরকারের সাথে সম্পর্কের জেরে পালিয়ে গিয়ে বিয়ে হয়। এর আগে ওই ছেলের সাথে ২০২১ সালের আগষ্টে পালিয়ে যাওয়ার ওই মেয়ের বাবা থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এরপর গত ২০২২ সালে আবারও পালিয়ে গিয়ে তারা বিয়ে করে সংসার শুরু করে। তবে বিয়ের বিষয়টি মেয়েটির পরিবার মেনে নেয়নি। এর মধ্যে এসএসসি পরীক্ষার দুইমাস আগে শাকিলের স্ত্রী বাবার বাড়িতে আসার পর আর স্বামীর বাড়ি যায়নি।

এরপর মঙ্গলবার ভূঞাপুর পাইলট বালিকা কেন্দ্রে এসএসসির গণিত পরীক্ষা শেষে একই অটোরিক্সাতে যাচ্ছিল শাকিল, তার শশুর ও শাশুরি। পরে যাওয়ার পথে কাগমারিতে পৌছানোর পর শাকিল তার বাড়িতে স্ত্রী লামিয়াকে নিতে চাইলে সে যেতে অস্বীকার করেন।

এতে জোরপূর্বকভাবে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এতে শাকিলের স্ত্রী, শাশুরি ও শশুর আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরীক্ষার্থী লামিয়ার বাবা শরিফুজ্জামান জানান, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে যে অটোরিক্সাতে যাচ্ছিলাম সেটিতে শাকিলও যাচ্ছিল। পরে অটোরিক্সাটি কাগমারি যাওয়ার পর শাকিল চাবি নিয়ে যায়। পরে তার লোকজন এসে মেয়েকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে আমাদের উপর হামলা করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ ঘটনাস্থলে আসলেও কোন সহায়তা করেনি। পরে আহত হওয়ার পর স্থানীয়রা মেয়ে, মেয়ের মাসহ আমাকে নিয়ে আসে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *