ভূঞাপুর প্রেসক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকিদাতা আ’লীগ নেতা আজহারের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা!

ভূঞাপুর প্রেসক্লাব গুঁড়িয়ে দেওয়ার হুমকিদাতা আ’লীগ নেতা আজহারের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা!

ফিচার ভূঞাপুর মিডিয়া

ভূঞাপুর প্রতিনিধি : ভূঞাপুর উপজেলায় শ্রমিকনেতার ছদ্মবেশে আ’ লীগ নেতা আজহারুল ইসলাম আজহারের প্রেসক্লাব গুঁড়িয়ে দেয়া ও সাংবাদিককে ধাওয়া দেওয়ার ঘটনায় আ’লীগ নেতা আজহারুল ইসলাম আজহার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তাকে পাঁচদিনের জন্য প্রতিকী বহিষ্কার করা হয়েছে।

শনিবার ৬ মে উপজেলা হলরুমে সাংবাদিক সংগঠনের নেতা, শ্রমিক সংগঠনের নেতাদের সমন্বয়ে এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। এ সময় আজহারুল ইসলাম প্রেসক্লাবে হামলা ও সাংবাদিককে ধাওয়া দেওয়ার ঘটনার কথা স্বীকার করে সকলের সামনে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা গেছে।

টাঙ্গাইল -২ আসন (ভূঞাপুর-গোপালপুর) সংসদ সদস্য ছোট মনিরের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় শ্রমিক নেতারা।

উল্লেখ্য, আজহারুল ইসলাম আজহারের হুমকির প্রতিবাদে গত ৫ মে ভূঞাপুর প্রেসক্লাব পুলিশকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় আজহারুল ও তার দোসরদের গ্রেফতারের জন্য, ৬ মে ভূঞাপুর প্রেসক্লাব আজহারুল ও তার সহযোগীদের গ্রেফতার ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করে। ওই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ অন্যান্যরা শরীক হন।

সরকারি নির্দেশনা ছাড়া সিএনজি-অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষেপে গিয়ে অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম আজহার। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে ভূঞাপুর প্রেসক্লাবের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পাল্টা এই মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি। পরে সভায় দুই পক্ষের থানার অভিযোগ তুলে নেয়ার আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *