ঘাটাইল-৩ আসনের নির্বাচনী মাঠে ফিরলেন আইনিন নাহার নিপা

ঘাটাইল নির্বাচন রাজনীতি

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নানা প্রতিকূলতা, প্রশাসনিক ও আইনি জটিলতা পেরিয়ে অবশেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইনিন নাহার নিপার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে সার্বিক দিক বিবেচনায় আইনিন নাহার নিপার মনোনয়নকে বুধবার, ১৪ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। এর ফলে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনে অংশগ্রহণের পথে তার সামনে আর কোনো আইনগত বাধা রইল না।

প্রথম দফায় যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হলেও ন্যায়বিচারের ওপর আস্থা রেখে তিনি নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আপিল শুনানিতে তার পক্ষে রায় প্রদান করা হলে প্রার্থিতা পুণর্বহাল হয় এবং সেটিই ঘাটাইলবাসীর জন্য পরিণত হয়েছে আনন্দের সংবাদে। মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

 

এ প্রসঙ্গে আইনিন নাহার নিপা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি ন্যায়বিচারের ওপর আস্থাশীল ছিলেন এবং নির্বাচন কমিশন সেই ন্যায়বিচার নিশ্চিত করেছে। ঘাটাইলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান এবং জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। এই মনোনয়ন বৈধ হওয়ার ঘটনাকে ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও স্মরণীয় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। কারণ এই আসনের সংসদীয় ইতিহাসে আইনিন নাহার নিপাই প্রথম নারী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

আইনিন নাহার নিপা ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকীর কন্যা। বর্তমানে তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় বসবাস করছেন। তার হলফনামার তথ্য অনুযায়ী, তিনি একজন শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী। বিবিএ পাস করা এই নারী প্রার্থীর নগদ অর্থ, অস্থাবর ও স্থাবর সম্পদের হিসাবও নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। যা তার আর্থিক স্বচ্ছতার প্রমাণ দেয়। তিনি বিবাহিত এবং তার স্বামী একজন ব্যবসায়ী।

মনোনয়ন বৈধ হওয়ার পর থেকেই ঘাটাইল-৩ আসনে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নতুন গতি এসেছে। পথসভা, করমর্দন, কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি মানুষের কাছে তার পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন। স্থানীয়রা জানান, অরাজনৈতিক ভাবমূর্তি, মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নমুখী চিন্তাধারা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন, যা সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করছে।

আইনিন নাহার নিপা বলেন, ঘাটাইলের মানুষের দোয়া ও ভালোবাসাই তার শক্তি এবং তিনি স্বচ্ছ, শান্ত ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। মনোনয়ন বৈধ হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই আশা প্রকাশ করছেন। জনগণের সমর্থন পেলে আইনিন নাহার নিপা ঘাটাইল উপজেলাকে উন্নয়ন, স্বচ্ছতা ও মানবিকতার এক নতুন দৃষ্টান্ত উপহার দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *