
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ বিএনপি’র একাংশের নেতকর্মীরা। তারা কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বুধবার, ৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ বিক্ষোভ মিছিল করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী ও সমর্থকরা। সে সময় প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে নেতারা বলেন, জনবিচ্ছিন্ন নেতা মাহবুব আনাম স্বপন ফকিরের মনোনয়ন বাতিল করে দুঃসময়ের রাজপথের ত্যাগী, কারা নির্যাতিত নেতা কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা এ আন্দোলন চালিয়ে যাবে।
সে সময় বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আ. মান্নান ও পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরকার মনি প্রমুখ।
সে সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী পক্ষের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
