
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের নতুন শাখার শুভ উদ্বোধন উপলক্ষে শিক্ষামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৮ নভেম্বর দুপুরে জেলা সদর রোড মা নার্সিং হোমের ৩য় তলায় স্থানীয় লোকজন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির প্রচার সম্পাদক কামাল হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসিক জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল ঢাকার প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মফিজ উদ্দিন খান। আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ দেলোয়ার হোসেন শিমুল।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ খান, কে এ রকিব প্রপার্টি এর ব্যবস্থাপনা পরিচালক রিফাত আল ফুয়াদ, অত্র প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার সাব্বির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসিস্ট্যান্ট ম্যানেজার আরিফ হোসেন।
আলোচনা সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, এই স্কুলটিতে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করলে মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের ব্যবস্থা করা হবে। পাঁচ বছর পর ওই শিক্ষার্থী সিটিজেনশিপের সুযোগ পাবে। এছাড়াও রয়েছে পার্ট টাইম জব এর সুবিধা এবং প্রতি ঘন্টায় ৯০০ থেকে ১৪০০ ইয়েন আয় করাসহ নানাবিধ সুযোগ-সুবিধা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
