
ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলা সদরে ফসলকান্দি মোড়ে সন্ত্রাসী হামলায় রূপক নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে রাব্বি রায়হান রূপক নামে এক যুবক বাজার থেকে বাসায় যাওয়ার পথে ফসলকান্দি মোড়ে আসলে পেছন থেকে ইমন নামে এক সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে ১০/১৫ জনের একটি দলসমেত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
আহত রূপক উপজেলা নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহজাহান আলী (শাজু রহমান)-এর বড় ছেলে। সন্ত্রাসী ইমন নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি, নিকরাইল ইউনিয়নের বিএনপি সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন মন্ডলের ছেলে।
গুরুতর আহত অবস্থায় রূপককে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে শাজু রহমান তার ছেলেকে আহত করা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
