টাঙ্গাইলে চেক জালিয়াতির মামলায় মাদ্রাসার অধ্যক্ষকে জেলহাজতে প্রেরণ

আইন আদালত টাঙ্গাইল সদর দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মায়ের চেকে স্বাক্ষর দিয়ে অন্যকে প্রদানের মামলায় ছেলে খাইরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং এ আদেশ দেন। অভিযুক্ত খাইরুল ইসলাম তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা টাঙ্গাইল শাখার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

আদালত সূত্র জানায়, মঙ্গলবার, ২১ অক্টোবর এই মামলার ধার্য তারিখে আসামি খাইরুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিন চান। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ তাকে নির্দোষ দাবি করেন। অন্যদিকে বাদি পক্ষের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন মনিসহ বিপুল সংখ্যক আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানী শেষে ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে আসামি খাইরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এম এ মালেক আদনানের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক থাকার সুবাদে আসামি খাইরুল ইসলাম ও তার মা খাদিজা বেগম বিগত ২০২১ সালের ২ এপ্রিল নয় লাখ টাকা ধার নেন। একপর্যায়ে এই টাকা পরিশোধের লক্ষ্যে একই বছরের ১৯ মে আসামী খাইরুল ইসলাম তার মায়ের একটি চেকের পাতায় জাল-জালিয়াতির মাধ্যমে নিজেই স্বাক্ষর দিয়ে তা মালেক আদনানকে প্রদান করেন। পরে চেকটি ব্যাংক কর্তৃক ডিজঅনার হলে খাদিজা বেগমের নামে মামলা হয়। সেই মামলা চলমান অবস্থায় খাদিজা বেগম মারা গেলে মামলাটি স্থগিত হয়ে যায়।

সর্বশেষ, খাইরুল ইসলাম গত ৩০ জুন পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করায় মালেক আদনান বাধ্য হয়ে গত ১৭ অক্টোবর খাইরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে টাঙ্গাইল ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *