টাঙ্গাইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে মিডিয়াকর্মীদের অবহিতকরণ কর্মশালা

টাঙ্গাইল সদর মিডিয়া স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন” বিষয়ে জেলা পর্যায়ে মিডিয়াকর্মীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার, ৯ অক্টোবর সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু।

জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। কর্মশালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে কেন্দ্র করে ছড়িয়ে পরা গুজব প্রতিরোধে সাংবাদিক জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।

কর্মশালায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম শিশুকে প্রথম দফায় শিক্ষা প্রতিষ্ঠানে চলতি মাসের ১২-৩০ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ তারিখ পর্যন্ত টিকা দেয়া হবে। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *