মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে শিক্ষার্থীদের দাবির মুখে অব্যাহতি

আইন আদালত টাঙ্গাইল সদর শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে শিক্ষার্থীদের দাবির মুখে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মতিউর রহমান।

নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়- ‘অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার উদ্ধৃত জরুরি পরিস্থিতিতে সব ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনাক্রমে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর অনুচ্ছেদ ১১(১২) মোতাবেক আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হওয়ায় আপনাকে নিয়মিত দায়িত্ব পালন হতে সাময়িকভাবে বিরত রাখা হলো। একইসঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।’ এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আংশিকভাবে পূরণ হলো বলে জানিয়েছেন আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিমসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর দুপুরে গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রার অফিসে তালা দেন। এসময় উপাচার্যের কাছে দুই দফা দাবি উত্থাপন করেন তারা।

যদিও মঙ্গলবার বিকেলেই ছাত্রদল ও শিবির তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা পুনরায় ২৪ সেপ্টেম্বর তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে তালা খুলে দেন।

উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, রেজিস্ট্রারের বিষয়ে তদন্ত চলমান। তাই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *