
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল স্টেডিয়ামে মনিং ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকরা হয়েছে। টুর্নামেন্টে মেঘনা ফুটবল দল (২-১) গোলে পদ্মা ফুটবল দলকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।
শনিবার, ১৬ আগস্ট সকালে সূর্য উঠার সাথে সাথে জেলার সাবেক ও বর্তমান ফুটবলার, স্বাস্থ্য সচেতন ক্রীড়ামোদী ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও ব্যবসায়ীদের নিয়ে ঈদগাহ মাঠ ফুটবল এসোসিয়েশনের মিনি গোলবারে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝলক।
টাঙ্গাইল ঈদ গাঁ মাঠ ফুটবল এসোসিয়েশন আয়োজিত মর্নিং ফুটবল টুর্নামেন্টে ৮টি নদীর নামে দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ১নং গ্রুপে- পদ্মা দল, মেঘনা দল, লৌহজং দল, সুরমা দল। ২নং গ্রুপে- যমুনা দল, ব্রহ্মপুত্র দল, কর্ণফুলী দল, ধলেশ্বরী দল।
খেলার শুরু থেকে পদ্মা ফুটবল দল আক্রমণ করে খেলতে থাকলে মেঘনা দল শুরুতেই চাপে পড়ে যায়। এ সময় মেঘনা দলের ৩টি খেলোয়াড় পরিবর্তনের পর মেঘনা দল খেলায় ফিরে আসে। এ অবস্থায় খেলার ১৭ মিনিটের সময় মেঘনা দলের আরিফ আকন্দের পাস থেকে স্টাইকার ইমতিয়াজ চমৎকার কোনাকুনি শটে গোলরক্ষক হাবিবকে পরাস্ত করে (১-০) গোলে দলকে এগিয়ে নেয়। খেলায় পিছিয়ে পড়ে পদ্মা ফুটবল দল আক্রমন করে খেলতে থাকে।
খেলার দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের সময় পাল্টা আক্রমণ থেকে মেঘনা দলের ইফতেখারুল অনুপমের সুন্দর বাড়ানো পাস থেকে স্টাইকার ইমতিয়াজ ফাঁকা গোলবারে চমৎকারভাবে বল পাঠিয়ে দিয়ে (২-০) গোলে দলকে এগিয়ে নেয়। খেলার ৯ মিনিটের সময় পদ্মা ফুটবল দলের মঈন মারাত্মকভাবে মেঘনা দলের অনুপমকে ফাউল করে খেলার কারনে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ডের শাস্তি নিয়ে মাঠ ত্যাগ করে। খেলায় এগিয়ে থেকে মেঘনা দল কিছুটা আয়েশীভাবে খেলতে থাকলে মেঘনার ডিবক্সে হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় পদ্মা ফুটবল দল। পেনাল্টি থেকে মাহমুদ গোল করে (২-১) ব্যবধান কমিয়ে আনে। এরপর কোন পক্ষ আর গোল করতে না পারলে খেলায় মেঘনা দল জয়লাভ করে পূর্ন ৩ পয়েন্ট অর্জন করে।