
নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে হয়ে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইল পুরাতন কোর্ট জামে মসজিদে বিশেষ এই দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আজগর আলী।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি এবং নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আহতদের প্রতি সহমর্মিতা দেখানো সবার কর্তব্য। মিলাদ ও দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।