পাকিস্তান সফর অনিশ্চিত সিদ্ধান্ত আজ

পাকিস্তান সফর অনিশ্চিত সিদ্ধান্ত আজ

খেলা

পাকিস্তান সফর নিয়ে তৈরি অনিশ্চয়তার মধ্যেও প্রস্তুতি থেমে নেই বাংলাদেশ দলের। একদিন বিরতির পর শুক্রবার (৯ মে) আবারও মিরপুরে অনুশীলনে নেমেছেন ক্রিকেটাররা। যদিও বিসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান সফর পিছিয়ে যাচ্ছে। বিষয়টি চূড়ান্ত হবে আজ (শনিবার) বোর্ড সভার পর।

এদিন সকাল ৭:৩০ মিনিটেই মাঠে হাজির হন খেলোয়াড়রা। দলের প্রধান কোচ ফিল সিমন্স সিলেটে ‘এ’ দলের খেলা দেখে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন। আঙুলের ব্যান্ডেজ খুলে ফেলেছেন লিটন দাসও। অনুশীলনে ক্রিকেটারদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেলেও মূল সিরিজ ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

এদিকে, পাকিস্তান সফর বাতিল হচ্ছে না বলে দাবি করেছেন দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)–এর আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। তবে সফর পিছিয়ে যেতে পারে বলে খবর প্রকাশ করেছে জিও সুপার নিউজ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সেই দুই ম্যাচের ভাগ্যও এখন পাকিস্তান সফরের ওপর নির্ভর করছে।

বিসিবির আজকের বোর্ড সভায় সফরের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। একই সঙ্গে কিছু আর্থিক অনুমোদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। লাহোর ও ফয়সালাবাদে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে তাদের।

তবে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর জেরে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর ফলে পাকিস্তান সুপার লিগ ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে এবং আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের পাকিস্তান সফরও হুমকির মুখে পড়েছে। তবে সিরিজ যদি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের প্রস্তাব আসে, তাহলে তা বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। সফর বাতিল হলে, বিসিবিকে নতুন করে ভাবতে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের পরিকল্পনা নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *