আফগান নারী শরণার্থী দল গঠনের অনুমোদন দিল ফিফা

আফগান নারী শরণার্থী দল গঠনের অনুমোদন দিল ফিফা

খেলা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আফগানিস্তানের নারী শরণার্থীদের নিয়ে একটি আন্তর্জাতিক ফুটবল দল গঠনের অনুমোদন দিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে এক বছরের জন্য গঠিত এই দলটি ফিফার তত্ত্বাবধানে আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে।

ফিফা জানায়, বিদেশে বসবাসরত স্বীকৃত আফগান নারী শরণার্থীদের নিয়ে দলটি গঠিত হবে। ফিফা কাউন্সিল এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো একে ‘মাইলফলক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে বলেন, “ফিফা প্রতিটি মেয়েকে ফুটবল খেলার সুযোগ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, আফগান ফুটবল ফেডারেশন তাদের নারী দলকে স্বীকৃতি না দেওয়ায় এবং দেশে নারীদের ক্রীড়া কার্যক্রম নিষিদ্ধ থাকায়, ২০১৮ সালের পর থেকে কোনো নারী দল আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *