
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের কাছাকাছি গিয়েও হতাশাজনক ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ যুব দল। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের যুপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে লাল-সবুজের যুবারা।
প্রথমার্ধে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের পাল্টা আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি। শুরু থেকেই মালদ্বীপের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের ১৩তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের দুর্দান্ত গোল বাংলাদেশকে এগিয়ে দেয়। মালদ্বীপ অধিনায়ক আজম রাশেদের কাছ থেকে বল কাড়িয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালে পাঠান নাজমুল।
প্রথমার্ধে আরেকটি গোল আসে রিফাত কাজীর মাথা থেকে। ৪২তম মিনিটে মিঠু চৌধুরীর ক্রসে হেডে গোল করে স্কোরলাইন ২-০ করেন রিফাত। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে যায়।
৫৭ মিনিটে মালদ্বীপের অনুফ আবদুল্লাহ ব্যবধান কমান। এরপর ৭৩ মিনিটে এহতান জাকি গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
প্রথম একাদশে প্রবাসী দুই ফুটবলার আবদুল কাদির ও ফারজাদ আফতাবকে না রাখলেও বাংলাদেশ ম্যাচের শুরুতে বেশ ইতিবাচক ফুটবল উপহার দেয়। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখতে না পারায় হতাশায় মাঠ ছাড়ে দলটি।
গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী রোববার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের আশা জিইয়ে থাকবে তরুণরা।