ভারত-পাকিস্তান উত্তেজনায় স্থগিত পিএসএল ২০২৫ দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ

ভারত-পাকিস্তান উত্তেজনায় স্থগিত পিএসএল ২০২৫ দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ

খেলা

ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। সর্বশেষ এই উত্তেজনার শিকার হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো।

এতে দেশে ফিরছেন বাংলাদেশের তরুণ দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে অবস্থান করছিলেন তারা। কিন্তু পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছিল, টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) সরিয়ে নেওয়া হবে। সে অনুযায়ী রিশাদ ও নাহিদ দুবাই যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু অঞ্চলজুড়ে সংঘাত বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টই স্থগিত ঘোষণা করে পিসিবি।

বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপদে ফিরিয়ে আনতে বিসিবির পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। শুধু ক্রিকেটার নয়, পাকিস্তানে অবস্থান করা দুই বাংলাদেশি সাংবাদিক মাহরুশ প্রত্যয় ও তাশফিক পলকের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখে বিসিবি।

চারজনই এখন দেশের পথে রওনা দিয়েছেন। বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

পিএসএলে দুর্দান্ত শুরু করেছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। তার পারফরম্যান্স ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে, তরুণ পেসার নাহিদ রানা ছিলেন অভিষেকের অপেক্ষায়। কিন্তু যুদ্ধের উত্তেজনায় থেমে গেছে সবকিছু।

বিভিন্ন দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, পিসিবির উপর চাপ এবং ভেন্যু পরিবর্তন—সব মিলিয়ে আর পিএসএল চালিয়ে নেওয়ার সুযোগ ছিল না। কবে আবার মাঠে গড়াবে এই জনপ্রিয় লিগ, তা অনিশ্চিত। তবে আপাতত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর—রিশাদ ও নাহিদ নিরাপদেই বাড়ি ফিরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *