“ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিপাকে বাংলা সিনেমা”

“ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিপাকে বাংলা সিনেমা”

বিনোদন

যুক্তরাষ্ট্রে একের পর এক বাংলাদেশি সিনেমার সাফল্যে যখন নতুন সম্ভাবনার দুয়ার খুলেছিল, তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা। তিনি বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বাংলাদেশি সিনেমার জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘হাওয়া’, ‘পরাণ’, ‘প্রিয়তমা’– এই তিনটি ছবি মার্কিন বাজারে ব্যতিক্রমী সাফল্য পায়। এর মধ্যে ‘হাওয়া’ ৩ লাখ ৫৮ হাজার ডলার আয় করে শীর্ষে রয়েছে। এরপর ‘পরাণ’ ১ লাখ ৮৭ হাজার এবং ‘প্রিয়তমা’ ১ লাখ ২৬ হাজার ডলার আয় করে। এই ধারাবাহিকতায় ‘বরবাদ’ ও ‘দাগি’র মতো সাম্প্রতিক ছবিগুলো যুক্তরাষ্ট্রে ভালো সাড়া ফেলেছে।

তবে ট্রাম্পের শুল্ক নীতির ফলে এই বাজার ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রধান সৈকত সালাহউদ্দিন জানান, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা সমাধানের আশায় আছেন।

ভারতের চলচ্চিত্র অঙ্গনেও বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এক পোস্টে বলেন, “বিনোদন শুল্ক ধ্বংসাত্মক। এর ফলে ভারতীয় সিনেমা জগৎও বড় ক্ষতির মুখে পড়তে পারে।”

বাংলাদেশি সিনেমার জন্য যুক্তরাষ্ট্রের বাজার যেন বন্ধ না হয়ে যায়—এ নিয়ে এখন উদ্বেগ বাড়ছে সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *