
তিন মাস আগে ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি জাতীয় নারী ফুটবল দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের। কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাদ পড়েছিলেন তারা। তবে অবশেষে সেই ‘বিদ্রোহী’ ১৮ নারী ফুটবলার ফিরেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ছয় মাসের কেন্দ্রীয় চুক্তিতে।
সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। নতুনভাবে ১৮ জন যুক্ত হওয়ায় চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে।
চুক্তিতে অন্তর্ভুক্তদের মধ্যে ৮ জন ইতোমধ্যে কোচ পিটার বাটলারের অধীনে চলমান ক্যাম্পে যোগ দিয়েছেন। তারা হলেন—শিউলি আজিম, তহুরা খাতুন, মোসাম্মাৎ সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, নিলুফা ইয়াসমিন, স্বর্ণা রানী, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার।
অন্যদিকে বাকি ১০ জন খেলছেন ভুটানের লিগে। তারা হলেন—মনিকা চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, মাতসুশিমা সুমাইয়া, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, রুপনা চাকমা, সানজিদা আক্তার, সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা।
ফুটবল অঙ্গনে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান এবং নারী দলের শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা।