
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে গেছে উত্তর লন্ডনের ক্লাবটি।
শনিবার (৪ মে) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি গানার্সরা। ম্যাচের ৩৪তম মিনিটে মিডফিল্ডার ডেক্লান রাইসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় তারা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বোর্নমাউথ। ৬৭তম মিনিটে হেড থেকে গোল করে সমতা ফেরান হাউসেন। এরপর ৭৫তম মিনিটে এভানিলসনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে বোর্নমাউথের জয়ে।
এই হারে লিগ শিরোপার দৌড়ে আরও পিছিয়ে পড়ল আর্সেনাল। যদিও এবার চ্যাম্পিয়নস লিগে ভালো পথেই আছে আর্তেতার দল। তবে প্রথম লেগে পিএসজির কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর জন্য আত্মবিশ্বাসে এই হার বড় প্রভাব ফেলতে পারে।