
রিয়াল মাদ্রিদের কোচিং দায়িত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে আগেই জানিয়ে রেখেছিলেন কোচ জাভি আলোনসো— পছন্দের ক্লাব থেকে ডাক এলে তিনি জার্মানি ছাড়বেন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, এবার সে সম্ভাবনাই সত্যি হতে চলেছে। কার্লো আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে সাবেক তারকা আলোনসোকে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
এদিকে রিয়ালে কোচিং দায়িত্বে আসার আগেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন আলোনসো। মিডফিল্ড শক্তিশালী করতে তিনি নজর দিয়েছেন কয়েকজন ফুটবলারের দিকে। স্প্যানিশ মিডিয়ার বরাতে স্লোভেনিয়ান সংবাদমাধ্যম ‘নাগো ম্যানিয়া’ জানিয়েছে, নতুন পরিকল্পনার প্রভাবে অনিশ্চয়তায় পড়েছে ক্লাবের অভিজ্ঞ তারকা লুকা মদ্রিচের ভবিষ্যৎ।
জানা গেছে, ২৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মদ্রিচের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি করবে রিয়াল। এরপর ১৩ বছরের সফল ক্যারিয়ারের ইতি টানতে পারেন এই ক্রোয়েট মিডফিল্ডার। তবে ‘বেইন স্পোর্টস’ জানিয়েছে, গ্রীষ্মে চুক্তি শেষ হলেও মদ্রিচকে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় লস ব্লাঙ্কোস। যদিও আলোনসো রিয়ালে আসলে তার ভাগ্য পরিবর্তনও হতে পারে।
আলোনসোর পছন্দের খেলোয়াড় তালিকায় রয়েছেন রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডি ও লেভারকুসেনের ফ্লোরিয়ান উইর্টজ। প্রথমজনের জন্য রিয়ালকে ৬০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ গুণতে হতে পারে। উইর্টজকে নিয়ে আগ্রহী আরও দুই ইউরোপীয় জায়ান্ট— বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। এছাড়াও আলোনসোর নজরে আছেন লেভারকুসেনের রক্ষণভাগের খেলোয়াড় জনাথন টহ, যিনি এই গ্রীষ্মেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন।
তবে এই সব কিছুই নির্ভর করছে আনচেলত্তির ভবিষ্যতের ওপর। যদিও একসময় তার ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়া প্রায় নিশ্চিত ছিল, শেষ মুহূর্তে তা আর হয়নি। শোনা যাচ্ছে, রিয়ালের সঙ্গে চুক্তির শর্ত মিললে ২০২৬ সাল পর্যন্ত ক্লাবেই থাকতে পারেন এই ইতালিয়ান কোচ। সেক্ষেত্রে আলোনসোর অপেক্ষা হয়তো আরও দীর্ঘায়িত হবে।