
ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন করে অভিনয়ে বৈচিত্র্যে ভরিয়ে দিচ্ছেন বড়পর্দাও। ইতোমধ্যে চার–পাঁচটি প্রজেক্ট হাতে নেয়া এই অভিনেতার অন্যতম কাজ হলো সিনেমা ‘আলী’, যা ঈদুল ফিতরের ছুটিতে মুক্তি পাচ্ছে।
ইরফান সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, “ঈদে দেখার জন্য ‘আলী’র মতো একেবারে ভিন্ন গল্প-চরিত্র নিয়ে হাজির হচ্ছি। এরকম কোনো প্রজেক্ট আগে একজন নায়ক করেননি।”
‘আলী’ চলচ্চিত্রে ইরফান এক বোবা ও শারীরিকভাবে প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন—শুধু সাইন ল্যাঙ্গুয়েজের সাহায্যে আবেগ-অনুভূতিকে ফুটিয়ে তোলা হয়েছে। বাণিজ্যিক ফিল্ম হলো গেলেও নির্মাণশৈলী একেবারে পরীক্ষামূলক, জানিয়েছেন ইরফান।
মডেল থেকে নাটকের জগতের সুনাম কুড়িয়ে এখন সিনেমায় পা রাখলেন এই অভিনেতা। নাটককারদের নজর কাড়তে হয়েছি ‘পায়েল’, ‘শ্যামনগর’সহ একাধিক প্রশংসিত ধারাবাহিকে। তিনি নিজেই বলেন, “যেখানে ভালো গল্প, আকর্ষক চরিত্র ও সন্মানিত নির্মাতা—সেখানে কখনো কাজ বেছে নিতে দ্বিধা করিনা।”
‘আলী’র পাশাপাশি আরও ৪–৫টি প্রজেক্টে কাজ করবেন ইরফান সাজ্জাদ। ঈদে মুক্তি মিলবে তার এই প্রথম সিনেমাটির—তাই দর্শকদের কাছে নতুন মুখ, নতুন অভিজ্ঞতা উপহার দেয়ার আপ্রাণ চেষ্টা করছেন ছোটপর্দার এই জনপ্রিয় মুখ।