
রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসোর ফেরার গুঞ্জন এবার বাস্তব হতে চলেছে। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর এবার তিনি পাড়ি জমাতে চলেছেন পুরনো ঠিকানায়—রিয়াল মাদ্রিদে।
বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, আলোনসো ইতিমধ্যে রিয়ালের কোচ হওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। যদিও এখনো ক্লাব থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২৬ সাল পর্যন্ত লেভারকুসেনের সঙ্গে চুক্তিবদ্ধ আলোনসো চুক্তির সময় একটি বিশেষ শর্ত যোগ করেছিলেন—যদি রিয়াল মাদ্রিদ, লিভারপুল বা রিয়াল সোসিয়েদাদ থেকে কোচ হওয়ার প্রস্তাব আসে, তবে তিনি বাধাহীনভাবে চলে যেতে পারবেন। এবার সেই শর্ত বাস্তবায়নের সময় এসেছে।
এদিকে, রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির বিদায় এখন শুধু সময়ের ব্যাপার। স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভো ও দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, চলতি মৌসুম শেষে ২৫ মে লা লিগার শেষ ম্যাচের পর আনচেলত্তির বিদায় নিশ্চিত হতে পারে। তার সম্ভাব্য গন্তব্য—ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের পদ।
জানা গেছে, ৪ ও ৯ জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের ডাগআউটে দেখা যেতে পারে আনচেলত্তিকে। ইতোমধ্যে বার্নাব্যুতে ঘুরে গেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল, যা গুঞ্জনকে আরও জোরালো করেছে।
রিয়াল যদি আলোনসোকে এখনই না নিয়ে আসতে পারে, তাহলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারির নাম শোনা যাচ্ছে। পাশাপাশি কার্লোর ছেলে দাভিদ আনচেলত্তিও আলোচনায় রয়েছেন।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছিলেন আলোনসো। খেলোয়াড় হিসেবে ছিলেন মাঠের মস্তিষ্ক, এবার ফিরছেন ডাগআউটে মূল দায়িত্ব নিয়ে—প্রশিক্ষক হিসেবে। সব কিছু ঠিকঠাক থাকলে, রিয়ালের ভবিষ্যৎ শুরু হচ্ছে তার হাত ধরেই।