
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশন ছিল সম্পূর্ণ বাংলাদেশের দখলে। তবে দ্বিতীয় সেশনে ছন্দপতন ঘটেছে টাইগার শিবিরে। দিনের শুরুতে এক উইকেট হারিয়ে ১০৫ রান তুললেও, দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে যোগ করতে পেরেছে মাত্র ১০০ রান। চা-বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৫/৪।
দিনের শুরুতে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। এই জুটি গড়ে তোলে ১১৮ রানের দারুণ একটি পার্টনারশিপ। তবে হাফসেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থাকতে বিজয় ক্যাচ দেন ব্লেসিং মুজারাবানির বলে।
এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে সাদমান আবারো দলকে এগিয়ে নিতে থাকেন। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন সাদমান। দীর্ঘ ২৬ ইনিংস পর আবারও তিন অঙ্কে পৌঁছান তিনি।
তবে এক পর্যায়ে পরপর দুই বলে বাংলাদেশ হারায় দুই সেট ব্যাটারকে। মুমিনুল আউট হন মাসাকাদজার বলে বেন কারানের হাতে ক্যাচ দিয়ে। ঠিক পরের বলেই এলবিডব্লিউ হয়ে বিদায় নেন সাদমান, যদিও রিপ্লেতে দেখা যায় বলটি লেগ স্টাম্প মিস করতে পারত।
এ অবস্থায় ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম, যারা চেষ্টা করছেন দলকে বিপর্যয় কাটিয়ে স্থিতিশীলতা এনে দিতে।
প্রথম ইনিংসে এখনো বাংলাদেশ পিছিয়ে আছে ২২ রানে। দিন শেষে লড়াই জমে উঠেছে মিরপুরে।