ফ্রি টিকিটেও গ্যালারি ফাঁকা দর্শক টানতে ব্যর্থ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট"

ফ্রি টিকিটেও গ্যালারি ফাঁকা দর্শক টানতে ব্যর্থ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট”

খেলা

বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি দর্শকদের আগ্রহ এখন তলানিতে। চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সম্প্রচারের জন্য কোনো টিভি চ্যানেলই আগ্রহ দেখায়নি, ফলে খেলা সম্প্রচার করা হচ্ছে বিটিভিতে। মাঠেও দেখা যাচ্ছে একই চিত্র—সিলেট টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও গ্যালারি প্রায় ফাঁকা।

দর্শক টানতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্যোগ নিয়েছিল স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি প্রবেশের ব্যবস্থা করার। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে শিক্ষার্থীরা স্কুল ইউনিফর্ম পরে এবং বৈধ আইডি কার্ড সঙ্গে নিয়ে বিনামূল্যে খেলা দেখতে পারবেন।

কিন্তু তাতেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি। দিনের প্রথম সেশনেও গ্যালারি ছিল প্রায় শূন্য। স্কুল শিক্ষার্থীরাও আগ্রহ দেখাচ্ছেন না মাঠে গিয়ে খেলা দেখার ব্যাপারে।

ক্রিকেটীয় পারফরম্যান্সের দিক থেকে অবশ্য বাংলাদেশ দ্বিতীয় টেস্টে বেশ ভালো করছে। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা। স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৬ উইকেট, মাত্র ৬০ রানের খরচায়। এরপর ব্যাট হাতে সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৫ রান, প্রথম সেশনটা বাংলাদেশের পক্ষেই গেছে।

সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হবে, না হলে সিরিজ হাতছাড়া হবে। তাই মাঠে ‘বাঁচা-মরার’ লড়াইয়ে নামলেও গ্যালারির সাড়া পেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে টাইগারদের।

দর্শক ফিরিয়ে আনতে শুধু ফ্রি টিকিট নয়, মাঠের ভেতর পারফরম্যান্সও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিসিবির জন্য। আপাতত সাদমান ও এনামুলের ভালো শুরুর দিকে তাকিয়ে আছে সবাই—তাদের পারফরম্যান্স হয়তো কিছুটা হলেও দর্শকদের মন গলাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *