সৌদিতে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক ঝলক মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

সৌদিতে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক ঝলক মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

বিনোদন

সৌদি আরবের দাম্মামে শুরু হয়েছে বহুজাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। সৌদি সরকারের ‘রিয়াদ সিজন’ শিরোনামে ধারাবাহিক এই আয়োজনের অংশ হিসেবে এবারের আসর বসেছে আল খোবারের আল ইসকান পার্কে। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশসহ সুদান, ভারত, ফিলিপাইনসের শিল্পীরা।

বাংলাদেশের অংশগ্রহণ নির্ধারিত ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। চারদিনব্যাপী এই সময়ে উপস্থাপন করা হবে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার, কারুশিল্প, শিশুদের আয়োজন এবং প্রতিদিন সন্ধ্যায় থাকবে সঙ্গীতানুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন রক আইকন নগরবাউল জেমস, যিনি ২ মে দাম্মামে মঞ্চ মাতাবেন।

এর আগে ২০২3 সালের ‘রিয়াদ সিজন’-এ অংশ নিয়েছিলেন জেমস। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে তাঁর কনসার্ট ছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হওয়া এক অনন্য মুহূর্ত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেমস বলেন, “রেমিটেন্স যোদ্ধারা অনেক কষ্ট করেন। তাদের একটুখানি আনন্দ দিতে পারা আমার জন্য গর্বের বিষয়। এবারও সেই আনন্দ নিয়ে ফিরছি।”

এই আয়োজনে জেমস ছাড়াও বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পীরা।

  • ৩০ এপ্রিল: পারফর্ম করবেন দিলশাদ নাহার কণা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা
  • ১ মে: ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা
  • ২ মে: প্রধান আকর্ষণ জেমসের সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা
  • ৩ মে: মঞ্চ মাতাবেন মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, “প্রবাসীদের সঙ্গে দেখা, গান ও আনন্দ ভাগাভাগি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

অন্যদিকে মিলা ইসলাম জানান, “বাংলাদেশের সংস্কৃতি ও সঙ্গীতকে বিশ্বের সামনে তুলে ধরতে এই আয়োজন দারুণ সুযোগ। সৌদিতে প্রবাসীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আমি মুখিয়ে আছি।”

উৎসবের মাধ্যমে সৌদিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশের সংস্কৃতির স্বাদ পাচ্ছেন দূর পরবাসেও। আয়োজকরা মনে করছেন, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *