গান থেকে অভিনয়ে প্রীতম হাসানের জয়রথ দুই ময়দানেই

গান থেকে অভিনয়ে প্রীতম হাসানের জয়রথ দুই ময়দানেই

বিনোদন

গান ও অভিনয়—দুই জগতে সমানভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন প্রীতম হাসান। এক সময় সংগীতেই বেশি মনোযোগী থাকলেও এখন অভিনয়েও দর্শকদের মুগ্ধ করছেন তিনি। গান ও অভিনয়—দু’দিকেই মিলছে প্রশংসা।

অভিনয় প্রসঙ্গে প্রীতম বলেন, “আমি টুকটাক মিউজিক ভিডিওতে তো অভিনয় করেছি। কথায় আছে না, গাইতে গাইতে গায়েন আর নাচতে নাচতে নায়ক (হাসি)। আমার অবস্থা এমনই, নাচতে নাচতে নায়ক হয়ে গেছি। মোটেও ফান করছি না।”

অভিনয়ে সুযোগ দেওয়ার জন্য নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, “বিশেষভাবে কৃতজ্ঞ নুহাশ হুমায়ূন ও তানিম রহমান অংশু ভাইয়ের কাছে। অংশু ভাই আমাকে পর্দায় আনেন, আর নুহাশের শর্টফিল্মেই আমার প্রথম অভিনয়।”

তিনি আরও জানান, শিহাব শাহীনসহ আরও অনেকের সান্নিধ্য পেয়েছেন যাদের অবদান ভুলবার নয়।

প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে। এ ছাড়া গেল ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার তার গাওয়া ‘চাঁদ মামা’ গানটি এখনো ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *