
বিকেএসপিতে রূপগঞ্জ লিজেন্ডসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার অপেক্ষায় ছিল আবাহনী। তাদের দৃষ্টি ছিল মিরপুরের মোহামেডান-গাজী গ্রুপ ম্যাচের দিকে। মোহামেডান হারলে আজই শিরোপা উঠত আবাহনীর হাতে।
কিন্তু শেষ বলের নাটকীয় জয়ে মোহামেডান শিরোপা লড়াই টেনে নিল শেষ রাউন্ডে। সুপার লিগের শেষ রাউন্ডে আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ এখন হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল।
গাজী গ্রুপের ২৩৬ রানের জবাবে মোহামেডান শুরুতে কিছুটা ধাক্কা খেলেও রনি তালুকদার ও তাওহিদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ায়। শেষ দিকে সাইফউদ্দিন ও নাসুমের দারুণ ব্যাটিংয়ে শেষ বলের রোমাঞ্চে জয় নিশ্চিত করে মোহামেডান।
এখন শিরোপার সমীকরণ পরিষ্কার—আগামী ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে ট্রফি। ম্যাচটি পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।