
গত চার আসরে তিনবার ফাইনালে হারলেও এবার বদলে গেল চিত্র। বাংলাদেশকে ৫-৪ ব্যবধানে হারিয়ে এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ওমান। একইসঙ্গে এই হার বাংলাদেশের এশিয়া কাপ খেলার স্বপ্নও ভেঙে দিয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে টানটান লড়াই শেষে জয় পায় ওমান। ম্যাচে জয়ের মাধ্যমে তারা শুধু ফাইনালেই জায়গা করে নেয়নি, বরং ভারত অনুষ্ঠিতব্য এশিয়া কাপের টিকিটও নিশ্চিত করেছে। কারণ, এএইচএফ কাপে শীর্ষ দুই দলই খেলবে আসন্ন এশিয়া কাপে।
টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামলেও সেমিফাইনালের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। অষ্টম মিনিটে গোল খেয়ে বসে মামুন উর রশিদের দল। এরপর প্রথম কোয়ার্টারে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নারে সমতায় ফেরে লাল-সবুজেরা।
দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ওমানের দুই গোলের জবাব দিতে পারেনি তারা। রাশিদ ও আল ফাহাদের গোলে ওমান এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।
তৃতীয় কোয়ার্টারে আল আলিয়াস ও আল ফারাজির গোল আরও পিছিয়ে দেয় বাংলাদেশকে। ওবায়দুল হোসেন ও সোহানুর রহমান একটি করে গোল করলেও তা কেবল ব্যবধানই কমাতে পারে। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে ম্যাচ ও ফাইনাল দুই-ই হাতছাড়া হয় বাংলাদেশের।
এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।