তাওহীদ হৃদয়ের সাসপেনশন হাস্যকর বিসিবির আচরণে অপমানিত ক্রিকেটাররা তামিম ইকবাল

তাওহীদ হৃদয়ের সাসপেনশন হাস্যকর বিসিবির আচরণে অপমানিত ক্রিকেটাররা তামিম ইকবাল

খেলা

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে তৈরি হওয়া বিতর্কে সরব হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ডিপিএলে আম্পায়ার ইস্যুতে ক্রিকেটার তাওহীদ হৃদয়ের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা জারির সমালোচনা করেন।

তামিম বলেন, “হৃদয়কে যখন প্রথম দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, তখন কোনো ক্রিকেটার কিছু বলেনি। কিন্তু এবার আবার তাকে সাসপেন্ড করা হয়েছে, যা কোনো নিয়মে পড়ে না। এটা পুরোপুরি হাস্যকর।”

শুধু হৃদয়ের শাস্তি নয়, সম্প্রতি গুলশান ও শাইনপুকুরের মধ্যে ম্যাচে ফিক্সিং ইস্যুতে দুই ক্রিকেটারকে মিডিয়ার সামনে এনে অভিনয় করিয়ে জিজ্ঞাসাবাদেরও তীব্র প্রতিবাদ জানান তামিম। তিনি বলেন, “আমরা বিসিবিকে স্পষ্টভাবে জানিয়েছি— দুর্নীতি হয়ে থাকলে আমরা এর বিরুদ্ধে একশ ভাগ। কিন্তু তার মানে এই নয় যে, দুটো ছেলেকে মিডিয়ার সামনে এনে অপমান করা হবে। এটা কোনো নিয়মে পড়ে না, এবং এটা ক্রিকেটারদের প্রতি চরম অবমাননা।”

তামিম আরও বলেন, “বিপিএলের সময়ও একই ঘটনা ঘটেছে। ভেতর থেকে ১০ জন ক্রিকেটারের নাম ফাঁস করা হয়েছে, ছবি প্রকাশ করা হয়েছে। যদি কেউ দোষী হয়, আমরা শাস্তি চাই। কিন্তু যদি ২ বা ৮ জন নির্দোষ হয়? এভাবে নাম প্রকাশ করা মোটেই সম্মানজনক নয়।”

গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাওয়া নানা ঘটনায় হতাশ হয়ে আজ ক্রিকেটাররা বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেন। তামিমের ভাষায়, “ক্রিকেটারদের সম্মান ও ন্যায্য আচরণ পাওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।”

এই ঘটনা আবারও বাংলাদেশ ক্রিকেটে পেশাদারিত্ব ও স্বচ্ছতার ঘাটতির প্রশ্ন তুলেছে।

তুমি কি চাইলে এর জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো ছোট একটা ক্যাপশনও বানিয়ে দিই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *