সৌদির আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক ঝলক গাইবেন জেমস-মিলা-কনা

সৌদির আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক ঝলক গাইবেন জেমস-মিলা-কনা

বিনোদন

সৌদি আরবের ডাম্মামে শুরু হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশসহ কয়েকটি দেশ। ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হবে আল খোবারের আল ইস্কান পার্কে।

চার দিনব্যাপী এই আয়োজনজুড়ে থাকবে হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের আয়োজন এবং সংগীতানুষ্ঠান।

  • ৩০ এপ্রিল গান গাইবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা।
  • ১ মে মঞ্চে থাকবেন ইমরান মাহমুদুল ও অন্যান্য শিল্পীরা।
  • ২ মে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন রক তারকা জেমস।
  • ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।

এই আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *