উইকেট উদযাপনে সতীর্থের মাথায় চড় আলোচনায় ক্রিকেটার উবায়েদ শাহ

উইকেট উদযাপনে সতীর্থের মাথায় চড় আলোচনায় ক্রিকেটার উবায়েদ শাহ

খেলা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে মুলতান সুলতান্সের প্রথম জয়ের ম্যাচে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ২২ এপ্রিল, মুলতান ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে উইকেট উদযাপন করতে গিয়ে পেসার উবায়েদ শাহ অসাবধানতাবশত সতীর্থ উসমান খানের মাথায় চড় কষিয়ে বসেন।

লাহোরের ইংলিশ ব্যাটার স্যাম বিলিংসকে আউট করার পর আবেগে ভেসে যান উবায়েদ। তিনি উদযাপনের সময় হাত ঘুরিয়ে লাফিয়ে ওঠেন এবং ভুলবশত উসমান খানের মাথায় আঘাত করেন। সে সময় উসমানের মাথায় ছিল একটি হ্যাট, তবে হেলমেট ছিল না।

ঘটনার পরপরই মাঠে প্রবেশ করেন মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসার পর উসমান আঙুল তুলে জানান, ‘আমি ঠিক আছি’ এবং খেলা চালিয়ে যান। সতীর্থদের উদ্বেগের মাঝেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

ম্যাচে উবায়েদ শাহ বল হাতে দারুণ পারফর্ম করেন—৪ ওভারে ৩ উইকেট শিকার করে লাহোরের রান তাড়ায় বড় বাধা হয়ে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *