সৎমায়ের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রে'প্তারি পরোয়ানা

সৎমায়ের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রে’প্তারি পরোয়ানা

বিনোদন

ঢাকা মহানগর বনানী আদালত মঙ্গলবার (২২ এপ্রিল) নর্থ সায়ের কাউন্সিলরিম্যান্টে নর্দান থানার সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতের এ আদেশ গতকাল (২৩ এপ্রিল) জানা যায়।

মামলায় সৎ মা নিশি ইসলাম ও বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীকে শারীরিক নির্যাতনের দায়ে অভিযোগ করা হয়েছে। মামলার হেফাজতে রয়েছেন সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ মোট ১২ জন।

বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতে স্বীকার করেন, তৎকালীন ওসির নির্দেশে তারা নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। এদিন শাওন, হারুন ও বাকি আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদী নিশি ইসলাম বলেন, “আমরা চাই আসামিরা শাস্তি পাক। শাওন প্রভাব ব্যবহার করে আমাদের সব মারধর করেছে।” ২০২৩ সালের শুরুতে মোহাম্মদ আলীর দেওয়া বিবাহ বিজ্ঞাপনের মাধ্যমে নিশি ইসলামের সঙ্গে শাওনের পিতার বিয়ে হয়েছিল। অভিযোগ, সেই বিয়ে পরবর্তী সময়ে শাওন ও ভাইবোনেরা নিশিকে শারীরিক–মানসিক নির্যাতন এবং জোরপূর্বক কারাগারে আটক রেখেছিল।

অপরাজিত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *