উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের বুমরাহ

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতের বুমরাহ

খেলা

বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ক্রিকেট প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাদের ২০২৫ সালের সর্বশেষ সংস্করণে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে ভারতের দুই তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানাকে।

পুরুষ বিভাগে ৩১ বছর বয়সী পেসার বুমরাহ এই স্বীকৃতি পেয়েছেন ২০২৪ সালে অসাধারণ পারফরম্যান্সের জন্য। তিন ফরম্যাটেই তিনি ছিলেন দুর্দান্ত, তবে সবচেয়ে আলো ছড়িয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরে ভারতকে শিরোপা এনে দিতে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন তিনি।

উইজডেন তাদের মন্তব্যে লিখেছে, “ভারতীয় ক্রিকেটের ঘটনাবহুল বছরে তাদের সাফল্য প্রায় পুরোপুরি নির্ভর করেছে একটি বিষয়ের ওপর—বুমরাহর হাতে বল ছিল কি না। ২০২৪ সালে যেভাবে তিনি নিজেকে আলাদা করে তুলেছেন, খুব কম ক্রিকেটারই তা পেরেছে।”

নারীদের মধ্যে বর্ষসেরা হয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে তিনি একমাত্র ব্যাটার হিসেবে পাঁচটি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন, যার মধ্যে চারটি ছিল একদিনের ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও, তার নেতৃত্বেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবার উইমেনস প্রিমিয়ার লিগের শিরোপা জেতে।

বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান। এ ছাড়া উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় রয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, সোফি একলস্টোন, লিয়াম ডসন এবং ড্যান ওর‍্যাল।

উল্লেখ্য, ১৮৬৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক, যা ক্রিকেট দুনিয়ায় ‘ক্রিকেটের বাইবেল’ নামে সুপরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *